BDC
Bangladesh DPO Coalition
প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য দাবিসমূহ প্রস্তাব করা হলো।
DBC 9 POINT
বাংলাদেশ ডিপিও কোয়ালিশনের নয় দফা প্রস্তাবনা:
বাংলাদেশের সকল স্তরের প্রতিবন্ধী জনগোষ্ঠির এই দাবী সমূহ সবচেয়ে মৌলিক ও প্রয়োজনীয় দাবী। যা দীর্ঘদিন থেকে লেখনী, পত্র পত্রিকায় ও সোশাল মিডিয়াতে তুলে ধরা হয়েছিল। কিন্তু বিগত নির্বাচিত সরকার সমূহ প্রতিবন্ধীদের দাবী সমূহের প্রতি কোন কর্ণপাত করেনি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি প্রস্তাব সমূহ প্রদান করা হচ্ছে। এই ৯ দফা দাবী নিম্নরূপ:
১. প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রতিবন্ধী ভাতা পরিমাণ বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রতিবন্ধী ভাতা সর্ব নিম্ন ৫০০০/- টাকা করা প্রয়োজন।
১(খ) তবে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা নূন্যতম ২০,০০০/- টাকা করার প্রস্তাব করছি।
২. গ্রাজুয়েশান শেষ করা প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী দের চাকুরির ব্যবস্থা: প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার পর চাকরি না পাওয়ার সমস্যা অনেক বড় একটি চ্যালেঞ্জ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বাণিজ্যিক কোম্পানী ইত্যাদিকে বাধ্যতামূলক চাকুরির সুযোগ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের অর্জিত শিক্ষাকে কাজে লাগাতে পারেন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন। যাতে গ্রাজুয়েশান শেষ করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের একজনও কোনভাবে যেন বেকার না থাকে।
২(খ) কাজ করার মতো সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ও বেসরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করা।
৩. শিক্ষা অবৈতনিক করা: প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার। তবে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষার ক্ষেত্রে আর্থিক বাধার মুখোমুখি হয়। তাই, শিক্ষাকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পুরোপুরি অবৈতনিক করা উচিত, যাতে তারা সমান সুযোগ পায়।
৩(খ). প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা। যাতে করে তারা সম্মানের সহিত জীবন যাপন করতে পারে।
৩(গ) প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মানউন্নয়ন করা ও সর্বক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করা।
৪. ব্যবসায়িক ঋণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবসায়িক ঋণ প্রদান করলে তারা তাদের পেশাগত জীবনে সফল হতে পারে। এটি তাদের অর্থনৈতিক মুক্তি এবং আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
৫. সিআরপিডি বাস্তবায়ন করা: সিআরপিডি ( ইউ এন কনভেশন ফর দ্য রাইটস অব পিপল উইথ ডিসএবিলিটিস) একটি আন্তর্জাতিক চুক্তি যা প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার রক্ষায় কাজ করে। বাংলাদেশে সিআরপিডি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
৫(খ). সরকারের বিজনেস অব রুলস সংস্কার করে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা।
৬. সি এস আর ফান্ড পাওয়ার ব্যবস্থা করা: সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ড থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অর্থ বরাদ্দ নিশ্চিত করা দরকার। এই ফান্ডের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়ানো সম্ভব।
৬ (খ). প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠন গুলো শক্তিশালী করণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন করার লক্ষ্যে সিএসআর ফান্ডের বাধ্যতা মূলক ব্যবস্থা করা।
৬ (গ). ফান্ডের বিকেন্দ্রিকরন: প্রতিবন্ধী জনগণের জন্য উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়টি শুধু ঢাকা জেলার সংগঠনের সমূহের ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে দেশের সকল জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সঠিক সুযোগ পাবে এবং তাদের ক্ষমতায়ন বাড়বে।
৬ (গ). সকল জেলায় সবার কাছে অনুদান যাওয়ার ব্যবস্থা করা: অনুদান বা সহায়তা সঠিকভাবে প্রত্যেক জেলায় পৌঁছানো উচিত। স্থানীয় পর্যায়ে বিতরণের ব্যবস্থা থাকলে এটি প্রতিবন্ধী জনগণের মধ্যে সঠিকভাবে বিতরণ হবে।
৭. বৈদেশিক অনুদান প্রাপ্তির সক্ষমতা: সরকার ও বিভিন্ন এনজিওদের মাধ্যমে বৈদেশিক অনুদান সংগ্রহের উপায় তৈরির মাধ্যমে প্রতিবন্ধী জনগণের কল্যাণে অর্থের ব্যবস্থা করা সম্ভব। ডিপিও সংগঠন সমূহের জন্য এনজিও নিবন্ধন ও অনুদান প্রক্রিয়া সহজ করা ।
৮. জাতীয় সংসদে নির্ধারিত সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব কারী আসন রাখার ব্যবস্থা করা। এক্ষেত্রে আমরা ২ কোটি ৫৫ লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে ১৫ টি সংরক্ষিত আসনের দাবী করছি।
৯. তথ্য প্রাপ্তির জন্য আলাদা পোর্টাল তৈরী করা: সরকারী অনুদান, প্রকল্প, বিজ্ঞপ্তি, টেন্ডার নোটিশ ইত্যাদি যার সাথে ডিপিও সমূহের সংশ্লিষ্টতা রয়েছে তা অডিও, ভিডিও (ইশারা ভাষা) ও লিখিত এই তিনটি ফরমেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বা আলাদা পোর্টালে প্রদান করার ব্যবস্থা করা।
DBC 9 POINT
Bangladesh DPO Coalition’s Nine-Point Proposal
These demands represent the most basic and essential needs of people with disabilities across Bangladesh. They have long been raised in writings, newspapers, and on social media. However, successive governments have failed to pay attention to these demands. Therefore, these proposals are now being presented to the interim government. The nine demands are as follows:
1. Increase in Disability Allowance:
Most persons with disabilities are financially disadvantaged. To improve their living standards, it is urgent to increase the disability allowance. The minimum allowance should be 5,000 BDT per month.
1(b). For persons with severe disabilities, we propose a minimum monthly allowance of 20,000 BDT.
2. Employment for Graduated Students with Disabilities:
A major challenge is the lack of employment opportunities for students with disabilities after completing higher education. The government must ensure mandatory job opportunities in government, private institutions, and commercial companies for graduates with disabilities. This will allow them to use their education and improve their living standards, ensuring that not a single graduate with a disability remains unemployed.
2(b). Arrangements must also be made to employ capable persons with disabilities in both government and private sectors.
3. Free Education:
Education is a fundamental right for students with disabilities. Yet, they often face financial barriers. Education should therefore be completely free for students with disabilities, ensuring equal opportunities.
3(b). Provide financial assistance through training so that persons with disabilities can engage in business and earn a living with dignity.
3(c). Improve the quality of education for persons with disabilities and ensure accessibility in all areas.
4. Business Loans for Entrepreneurship:
Providing business loans to persons with disabilities will help them succeed professionally, leading to economic independence and self-reliance.
5. Implementation of CRPD:
The UN Convention on the Rights of Persons with Disabilities (CRPD) is an international treaty that protects the human rights of people with disabilities. Bangladesh must ensure the full implementation of this convention.
5(b). Reform the government’s Rules of Business to guarantee necessary facilities and opportunities for persons with disabilities.
6. Access to CSR Funds:
Allocations from Corporate Social Responsibility (CSR) funds must be ensured for the welfare of persons with disabilities. These funds can improve their living standards, healthcare, and educational opportunities.
6(b). Make CSR funding mandatory to strengthen self-organizations of persons with disabilities and advance their development.
6(c). Decentralize funds: Development and employment opportunities should not be limited to organizations in Dhaka district but spread to all districts, including rural areas, to empower persons with disabilities nationwide.
6(d). Ensure grants and assistance reach every district properly. Local-level distribution systems should be established so that aid is delivered fairly.
7. Capacity to Receive Foreign Donations:
Mechanisms should be developed to secure foreign donations through the government and NGOs for the welfare of persons with disabilities. The NGO registration and grant process for DPO (Disabled Persons’ Organizations) should be made easier.
8. Reserved Seats in the National Parliament:
Persons with disabilities should have guaranteed representation in parliament. On behalf of 25.5 million persons with disabilities in Bangladesh, we are demanding 15 reserved seats.
9. Separate Information Portal:
A dedicated portal should be created to provide information on government grants, projects, notices, and tenders related to DPOs. These should be available in audio, video (sign language), and written formats, either through the Ministry of Social Welfare or a separate portal.